ডিআরইউতে পুনর্নির্বাচিত শাহেদ চৌধুরী ও ইলিয়াস খান

নভেম্বর ৩০, ২০১৩

dru-1_23314_0ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান। এই পদে দুজনই দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন।

শনিবার ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
এক হাজার ১৫৭ জন ভোটারের মধ্যে ৯৮১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম সারওয়ার ফল ঘোষণা করেন। এ সময় কমিটির অপর সদস্য মনজুরুল আহসান বুলবুল, আবু তাহের, এম এ আজিজ ও শওকত মাহমুদ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন ডিআরইউর সদস্য উত্তম চক্রবর্তী, আমানুর রহমান, রাজু আহমেদ ও কাজী হাবিব।
সভাপতি পদে ৭৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন শাহেদ চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমল হক হেলাল পেয়েছেন ২৩৭ ভোট।
সহসভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ এনামুল হক পেয়েছেন ২৫৭ ভোট। এ ছাড়া এ পদের অন্য প্রতিদ্বন্দ্বী আশীষ কুমার দে ২০৭ এবং প্যাট্রিক ডি কস্তা পেয়েছেন ১৪৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মামুনুর রশিদ পেয়েছেন ৪১৩ ভোট। যুগ্ম-সম্পাদক পদে ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ শুকুর আলী শুভ পেয়েছেন ৪৬২ ভোট। অর্থ-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুরসালিন নোমানী। তিনি ৫০৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মুল ওয়ারা সুইটি পেয়েছেন ২৬৮ ভোট। এ পদের অন্য প্রতিদ্বন্দ্বী মিথুন কামাল পেয়েছেন ১৭৭ ভোট। দপ্তর সম্পাদক পদে শেখ মুহাম্মদ জামাল হোসাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নারীবিষয়ক সম্পাদক পদে সৈয়দ লুৎফা শাহানা ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আইরিন নিয়াজী মান্না ৪৩৩ ভোট পেয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাসান আজাদ নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৯৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান কাজল পেয়েছেন ৪০১ ভোট।
প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মোঃ সাজ্জাদ হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৭৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ সিরাজ পেয়েছেন ১৬১ ভোট। ক্রীড়া সম্পাদক পদে বদরুল আলম খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আজিজুল পারভেজ। তিনি পেয়েছেন ৫২০ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মেহদী আজাদ মাসুম পেয়েছেন ৩৮৪ ভোট। আপ্যায়ন সম্পাদক পদে মোস্তফা কাজল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কল্যাণ সম্পাদক পদে জামিউল আহসান সিপুও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন হাসান জাহিদ তুষার ( ৫২০ ভোট), মোঃ মঈন উদ্দিন খান ( ৪৯২ ভোট), পিনাকী তালুকদার ( ৪৬৭ ভোট), মানিক মুনতাসির ( ৪৫৯ ভোট), পারভীন সুলতানা ( ৪৪৪ ভোট), সালাহউদ্দিন আহমাদ বাবলু ( ৩৯৮ ভোট) এবং তোফাজ্জল হোসেন (৩৭৮ ভোট)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.