দেশবাসীর উদ্দেশে ফোনালাপ প্রকাশ করা হবে

অক্টোবর ২৮, ২০১৩

76735_lead-300x160ঢাকা জার্নাল: অন্তবর্তীকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার ফোনালাপ দেশবাসীর উদ্দেশে প্রকাশ করার কথা জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার সচিবলয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী পুরো রেকর্ড প্রকাশের কথা জানান।

হাসানুল হক ইনু জানান, ‘প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার ফোনালাপ পত্র-পত্রিকায় আংশিক ছাপা হয়েছে। আমার মনে হয় যাতে কোন ভুল-ভান্ত্রি না হয়, পুরো ফোনালাপটাই দেশবাসীর সমনে প্রকাশ করে দেওয়া উচিত। কে কী বলেছেন সেটা দেশবাসী জানলে জনগনের জন্য মঙ্গল হবে।’

সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘দেখি- আমরাতো টেপ (রেকর্ড) করিনি, যারা টেপ (রেকর্ড) করেছে তাদের কাছ থেকে চেয়ে নেবো।

সংলাপ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা সংলাপের প্রস্তাব দিয়েছি, বিরোধী দলও পাল্টা প্রস্তাব দিয়েছে। আমরা কোনো শর্ত দেইনি। প্রস্তাব দিয়েছি। সুতরাং খোলামেলা আলোচনা হতে পারে। সংলাপের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া নাশকতা উস্কে দিয়ে এবং বৈধ সরকারকে অবৈধ বলে, উনি উনার নিজের দেওয়া ভাষণে ওয়াদা করেছিলেন যদি সংলাপের সূচনা করে তাহলে হরতাল দেবেন না। সূচনা না করা হলে দেওয়া হবে। উনি ওয়াদা ভঙ্গ করছেন। সুতরাং আমরা বুভতে পারছি না বেগম খালেদা জিয়ার আসল উদ্দেশ্য কী- সংলাপ নাকি সংঘাত!’

ঢাকা জার্নাল, অক্টোবর ২৮, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.