রাজধানীর ২৭৯টি ভবন বিমান চলাচলের জন্য হুমকি

অক্টোবর ২৭, ২০১৩

images (3)ঢাকা জার্নাল: রাজধানীতে ২৭৯টি ভবন বিমান চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

এসব ভবন নির্মাণের ক্ষেত্রে কর্তৃপক্ষের ছাড়পত্রও গ্রহণ করা হয়নি বলে জানান তিনি। বিমানমন্ত্রী আরো জানান, ২০০৯ সালের এক জরিপে এসব ঝুঁকিপূর্ণ ভবন বেরিয়ে আসে।

রোববার সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সাধনা হালদারের লিখিত প্রশ্নের জবাবে তিনি সংসদে এসব তথ্য জানান।

আওয়ামী লীগের সংসদ সদস্য বেগম ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বতর্মান সরকার ক্ষমতা গ্রহণের পর বিমানের অচলাবস্থা কাটিয়ে উঠতে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে। এরমধ্যে আন্তর্জাতিক এভিয়েশন বাণিজ্যে দীর্ঘ অভিজ্ঞতা সস্পন্ন কেভিন জন স্টিলকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরো জানান, বোয়িং কোম্পানির চুক্তি অনুযায়ী বিমান নতুন ১০টি উড়োজাহাজ সংগ্রহ করবে। এরমধ্যে দু’টি ৭৭৭-৩০০ ই-আর সংগ্রহ করা হয়েছে। আগামী অর্থ বছরের মধ্যে আরো দু’টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর এবং দু’টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ বিমান বহরে যুক্ত হবে। একই সঙ্গে ২০১৯-২০২০ সালে সর্বাধুনিক ৪টি ৭৮৭-৮ উড়োজাহাজ আসবে।

ঢাকা জার্নাল, অক্টোবর ২৭, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.