শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

সড়ক দুর্ঘটনায় হত্যা মামলা করা যাবে

road-accident20130625230944ঢাকা জার্নাল: সড়ক দুর্ঘটনায় হত্যা মামলা করা যাবে কী যাবে না, তা নিয়ে আবার অস্পষ্টতা দেখা দিয়েছে। তবে তদন্ত করে হত্যা মামলা করা যাবে এমনটিই আভাস দিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, তদন্ত না করে হত্যা মামলা করা যাবে না। এ বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যমে উঠে আসে সড়ক দূর্ঘটনায় ৩০২ ধারায় মামলা করা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের পর আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক্সেললোড কন্ট্রোল স্টেশন সংক্রান্ত বৈঠকের আগে যোগাযোগমন্ত্রী জানান, আইনের বাইরে যাওয়া যাবে না।

তিনি বলেণ, “৩০২ ধারায় মামলা করার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছেন তা আমি জানি না। প্রয়োজনে আমি তার সঙ্গে কথা বলব।”

পরিবহন নেতৃবৃন্দে সঙ্গে বৈঠকে এমন কোন সিদ্ধান্ত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকের সিদ্ধন্তের উল্লেখ করে সাংবাদিকদের জানিয়েছিলেন, সড়ক দুর্ঘটনায় তদন্ত না করে ৩০২ ধারায় হত্যা মামলা করা যাবে না।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ২৬, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.