বিশ্বজুড়ে আবারও মুক্তি পাচ্ছে ‘বীর-জারা’
ঢাকা জার্নাল ডেস্ক
ভারত-পাকিস্তানের মধ্যকার প্রেম ও বৈরিতার অনবদ্য কাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘বীর-জারা’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির ২০ বছর পূর্তি উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে ইয়াশ রাজ ফিল্মস কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ৭ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। এবার এ সিনেমায় থাকছে নতুন চমক। দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় ‘ইয়ে হাম আ-গায়ে হ্যায় কাহা’ শিরোনামের জনপ্রিয় গানটি ফেলে দিয়ে মুক্তি দেয়া হয়েছিল সিনেমাটি। তবে এবার সে গানটি যুক্ত করে প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা।
২০০৪ সালের ১২ নভেম্বর সর্বপ্রথম প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়া হয়। এরপর কেটে গেছে ২০ বছর। আগামী ১২ নভেম্বর সিনেমাটি ২০ বছর পূর্তি উদযাপন করবে। তাই দর্শকদের সঙ্গে সে আনন্দ ভাগাভাগি করে নিতে চায় সিনেমা সংশ্লিষ্টরা।
এদিকে বক্স অফিস হিসাব বলছে, ভারতীয় ও পাকিস্তানির প্রেমের এ গল্প দর্শকপ্রিয়তায় সম্প্রতি ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে। এ অবস্থায় আবারও সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিলে নতুন করে রেকর্ড তৈরি করতে পারে, মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।
বীর-জারা সিনেমায় গল্প এগিয়ে গেছে একজন ভারতীয় নাগরিক রেসকিউ পাইলট বীর প্রতাপ সিং (শাহরুখ খান)-কে কেন্দ্র করে। যার প্রাণ ছিলেন পাকিস্তানি নাগরিক জারা হায়াত খান ( প্রীতি জিনতা)।
সিনেমায় দেখানো হয় বীরের প্রতি ভালো লাগা কাজ করে জারার। কিন্তু দেশ ও ধর্মের পার্থক্য থাকায় জারার পরিবার তা মেনে নেয়নি। জারার পরিবারের এ সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায় বীর। তিনি জারার জীবন থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
তবে এরপরই কাহিনির টুইস্ট শুরু হয়। পর্দায় দর্শক দেখতে পান, জারার হবু পাকিস্তানি স্বামীর ষড়যন্ত্রে বীর স্বেচ্ছায় পাকিস্তানে কারাবন্দি হয়ে যান।
দীর্ঘ সময় পর সে কারাবন্দির কেস লড়তে আগ্রহী হয়ে ওঠেন পাকিস্তানি উকিল সামিয়া সিদ্দিকী (রানি মুখার্জি)। তারপর পর্দায় একে একে আসতে শুরু করে অসংখ্য ইমোশনাল (আবেগপ্রবণ) দৃশ্য। আর এসব দৃশ্যের টানেই দর্শক হৃদয়ে এখনও জনপ্রিয় ‘বীর-জারা’ সিনেমা।