খেলাস্পটলাইট

বল হাতে ঘুরে দাঁড়ানোর পথে টাইগাররা

ঢাকা জার্নাল ডেস্ক

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের শুরুটা ব্যাট হাতে একদমই ভালো করেনি বাংলাদেশ। মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে ব্যাট হাতে নেমে সুবিধাজনক অবস্থানে নেই প্রোটিয়ারাও। ৬ উইকেট হারিয়ে দলীয় ১৪০ রানে প্রথম দিন শেষ করল সফরকারীরা।

এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সিদ্ধান্ত যেন কাল হয়ে দাঁড়াল স্বাগতিকদের জন্য। একের পর এক উইকেট হারিয়ে লাঞ্চ বিরতি থেকে ফিরেই সবকটি উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে রান তখন মাত্র ১০৬।

দ্বিতীয় সেশনেই ব্যাট হাতে এই রান তাড়া করতে নামে সফরকারী দক্ষিণ আফ্রিকা। একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখতে পেল দর্শকরা। সাজঘরের পথ ধরতে থাকেন প্রোটিয়া ব্যাটাররাও।

ইতিহাস গড়েন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন টাইগার এই স্পিনার। এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে এই কীর্তি ছিল কেবল সাকিব আল হাসানের।

দিনশেষে ব্যাট হাতে ৪১ খেলেছে দক্ষিণ আফ্রিকা, স্কোরবোর্ডে রান জমা হয়েছে ১৪০। ব্যাট হাতের দুর্দশা বল হাতে পুষিয়ে দিতে মরিয়া বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ১০৬ (৪০.১ ওভার); জয় ৩০, তাইজুল ১৬; মহারাজ ৩-৩৪, রাবাদা ৩-২৬

দক্ষিণ আফ্রিকাঃ ১৪০/৬ (৪১ ওভার); জর্জি ৩০, রিকেলটন ২৭; তাইজুল ৫-৪৯, হাসান ১-৩১