Leadকর্পোরেটবাণিজ্যসারাদেশ

পলিথিন শপিং ব্যাগমুক্ত বাজারকে পুরস্কার দেওয়া হবে

ঢাকা জার্নাল ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর যেসব বাজার পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগমুক্ত হবে তাদের পুরস্কার দেওয়া হবে। পলিথিন ব্যাগ উৎপাদন, পরিবহন, বিপণন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এর বিকল্প হিসেবে পাট ও চটসহ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা এই কাজে উদ্বুদ্ধ ও সহায়তা করবে।

রোববার (২০ অক্টোবর) ঢাকায় পরিবেশ অধিদফতরের সভাকক্ষে ব্যবসায়ী মালিক সমিতির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, পলিথিন পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং আমরা চাই ব্যবসায়ীরা এ উদ্যোগে অংশীদার হোক।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের জাতি হিসেবে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা নানা যুক্তি তর্ক দিয়ে পলিথিন শপিং ব্যাগ মার্কেটে রাখবো? নাকি পলিথিন শপিং ব্যাগ থেকে আমরা সরে আসবো। যদি আপনারা বুঝে থাকেন যে পলিথিন শপিং ব্যাগ ১০০ বছরেও মিশবে না। ওটা থেকে ভেঙে ভেঙে মাইক্রো প্লাস্টিক হবে সেটা আপনার সন্তানের বর্তমান সেটা আপনার সন্তানের শরীরে প্রভাব ফেলবে।

উপদেষ্টা বলেন, আরেকটা কথা হচ্ছে বাংলাদেশে পলিথিন শপিং ব্যাগের বিকল্প খুঁজবেন না। আপনারা নিজেরা, প্রত্যেকের বাবারা চিন্তা করেন আগে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যেত। ফিরে এসে সেটা ধুয়ে ফেলত। এখন কেন এত তর্ক-বিতর্ক শুনতে হচ্ছে। ২০০০ সালে একটা নিষেধাজ্ঞা এসেছে। আমরা আর কতদিন সময় দেব সেই নিষেধাজ্ঞা বাস্তবায়নে। যদি সেই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হয় তো এখনই হবে। হবে না এটা কোনো উত্তরই হতে পারে না।

পরিবেশ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।