আন্তর্জাতিক

ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না রাশিয়া

ঢাকা জার্নাল ডেস্ক:

ইউক্রেনকে কোনো ভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট এ কথা জানিয়ে দিয়েছেন।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ তার সোভিয়েত যুগের পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছে, তাই তাকে অবশ্যই ন্যাটোতে যোগ দিতে হবে। খবর তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহর।

জেলেনস্কির এ মন্তব্যের পর মস্কোতে গত এক সংবাদ সম্মেলনে পুতিন এ হুঁশিয়ারি দেন।

পুতিন বলেছেন, পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য ইউক্রেনের যেকোনো পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে রাশিয়া।তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়া এটা কোনো ভাবেই হতে দেবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বৃহস্পতিবার বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বলেছি- ইউক্রেনের নিরাপত্তার জন্য হয় পারমাণবিক অস্ত্র বা ন্যাটো সদস্যপদ প্রয়োজন। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পারমাণবিক অস্ত্র ত্যাগ করায় ন্যাটোতে যোগদান করাই একমাত্র কাজ।

জেলেনস্কি পরে স্পষ্ট করেন যে তিনি কখনও বলেননি যে ইউক্রেন একটি পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেন উত্তরাধিকার সূত্রে পারমাণবিক অস্ত্র পেয়েছিল কিন্তু ১৯৯০-এর দশকে তার আঞ্চলিক অখণ্ডতার গ্যারান্টির বিনিময়ে স্বেচ্ছায় সেগুলি ত্যাগ করেছিল।