খেলা

বিসিবির পর বিপিএলের দায়িত্বেও ফারুক আহমেদ

ঢাকা জার্নাল ডেস্ক:

২০১২ সালের বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে পথচলা শুরু হয় বিপিএলের। দিনে দিনে কিছুটা রং হারালেও এই লিগ নিয়ে ভক্ত ও ক্রিকেটারদের আগ্রহ থাকে বেশ। চলতি বছরের ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এই মেগাইভেন্টের ১১তম আসর। তবে রাজনৈতিক পট পরিবর্তনে ক্রিকেট বোর্ড স্থবির হয়ে পড়ে। বিসিবির বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেকে চলে গেছেন আত্মগোপনে। বোর্ডের এমন অবস্থায় নতুন করে দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তিনি বোর্ডের দায়িত্ব নেওয়ার পর এখন অব্দি স্ট্যান্ডিং কমিটিগুলো ভাগ করে দেওয়া হয়নি।

বোর্ডে থাকা দশ পরিচালক আপাতত দায়িত্ব পালন করছেন। সামনেই বিপিএল, এই টুর্নামেন্ট এগিয়ে নিতে বোর্ড সভাপতি নিজেই বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। সাধারণত বোর্ড সভাপতি কোনও কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেন না। কিন্তু বাস্তবতার কারণেই ফারুক আহমেদকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

গণমাধ্যমে বিপিএল গভর্নিং কাউন্সিল নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা চারজন সদস্য। নাজমুল আবেদীন সদস্য সচিব। তার সঙ্গে মাহবুব আনাম ভাই আছেন। তাকে আপনারা ড্রাফটেও দেখেছেন। আর আছেন ফাহিম সিনহা।’

বিপিএলের উইকেট নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ক্রিকেট তো আমরা জানি রানের খেলা। ভালো ব্যাটিং উইকেট যেন হয়। যেখানে বোলার যদি ভালো বল করে, উইকেট পাবে। গত বছর আমার মনে হয় না একদম খারাপ ছিল উইকেট। দিনের খেলাগুলোতে কম রান হতো, রাতের ম্যাচগুলোতে হতো যেটা বেশি হয়। আমি চেষ্টা করবো এবার যেন ভালো উইকেট হয়।’

বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নানা সময় নানা ঘটনার সার্কাস দেখেছে ক্রিকেট সমর্থকরা। এবার ওখান থেকে বেরিয়ে বিপিএলকে উন্নতির পথে নিয়ে যাওয়ার ইচ্ছা বিসিবি সভাপতির, ‘এখন থেকে আমরা ক্রমেই উন্নতি করার চেষ্টা করবো। সবকিছু একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছি। যেভাবে ভালো করা যায়। নতুন অনেক কিছু করার চেষ্টা করছি। বাকিটা মাঠে যখন বল গড়াবে, তখন বোঝা যাবে।’

ফারুক আরও বলেছেন, ‘আমি বলবো না যে, প্রথমবারেই সব পারফেক্ট হবে। তবে নিয়মকানুনসহ সব দিক থেকে আগের চেয়ে ভালো হবে।’