খেলা

সাকিবকে রংপুর রাইডার্সে খেলতে দেখতে চান দলটির ডিরেক্টর

ঢাকা জার্নাল ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে সাকিব আল হাসান খেলেছেন রংপুর রাইডার্সে। কিন্তু এবার এই তারকা ক্রিকেটার বিপিএলে খেলতে পারবেন নাকি তা এখনো নিশ্চিত না। রাজনৈতিক পালা বদলের সঙ্গে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে। অনেকেই মনে করছেন সাকিব আর দেশে ফিরবেন না কারণ এখানে তার নিরাপত্তাজনিত শঙ্কা রয়েছে।

এমনটাও ভাবা হচ্ছেম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ যেটিতে খেলার পর তিনি অবসর নিবেন বলেছিলেন, সেখানেও তাকে দেখা যাবে না। গতকাল (শনিবার) মিরপুরে সাকিব প্রসঙ্গ নিয়ে কথা বলেন রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর শাহনিয়ার তানিম। তিনি নিজেও চান সাকিব খেলুক বিপিএলে।

‘দেখুন, সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডাউট আছে তার এভেইলেবেলেটি নিয়ে। এটি আমার হাতে নাই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কী না, এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএল খেলতে আসবে। উনার অবস্থার ওপর নির্ভর করবে রাখতে পারবো নাকি না।’

তবে রংপুরের পক্ষ থেকে সাকিবের জন্য আছে শুভ বার্তা। তানিম বলেছেন ‘দেখুন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুঁত দেখতে চাই, এটা সম্ভব না।’

রংপুর চাইছে সাকিবকে, ‘আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না, সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সবসময় সম্পদ।’