Leadখেলাসংবাদ শিরোনাম

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু জ্যোতিদের

ঢাকা জার্নাল ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শুরুটা দারুণ হলো বাংলাদেশের। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল নিগার সুলতানা জ্যোতির দল।

টসে জিতে এদিন শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগ্রেস কাপ্তান। ব্যাট হাতে শুরুটা ভালো হলেও ইনিংসের দ্বিতীয়ার্ধটা একদমই ভালো করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ১১৯ রানেই শেষ হয় তাদের ইনিংস, হারিয়েছিল ৭ উইকেট।

জয়ের জন্য স্কটিশদের প্রয়োজন ছিল ১২০ বলে ১২০ রান। এই রান বাংলাদেশের বোলাররা ডিফেন্ড করতে পারবেন কিনা তা নিয়ে বেশিরভাগ সমর্থকই ছিলেন দ্বিধায় ছিলেন। তবে নিজেদের সেরা ফর্মেই যেন আজ ছিলেন টাইগ্রেস বোলাররা।

শেষ পর্যন্ত বোলারদের নৈপুণ্যেই ম্যাচটি নিজেদের নামে করে নিল বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ১০৩ রানেই থামতে হলো স্কটল্যান্ডকে।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ১১৯/৭ (২০ ওভার); সোবহানা ৩৬, সাথী ২৯; হর্লি ৩-১৩, বেল ১-২৩

স্কটল্যান্ডঃ ১০৩/৭ (২০ ওভার); সারাহ ৪৯*, ক্যাথরিন ১১; রিতুমনি ২-১৫, রাবেয়া ১-২০