খেলা

বড় চমক দিয়ে পাকিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা

ঢাকা জার্নাল ডেস্ক

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকেই বাজে সময় পার করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। একের পর এক টানা ব্যর্থ সিরিজের পাশাপাশি দুটি বিশ্বকাপ টুর্নামেন্টও দুর্দশায় কাটিয়েছে তারা। সুফল আশা একাধিক পদক্ষেপ নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে পিসিবির কোনো সিদ্ধান্তেই কোনো ভালো ফলাফল দেখা যায়নি।

সবশেষ বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে ধবলধোলাইয়ের লজ্জা হজম করার পর এবার ইংলিশদের মোকাবেলা করবে পাকিস্তান। অক্টোবরের প্রথম সপ্তাহে পাকিস্তানে আসবে ইংল্যান্ড। লাল বলের সিরিজ ছাড়াও আছে ওয়ানডে ফরম্যাটের ম্যাচ। মুলতানে হবে সিরিজের প্রথম টেস্ট।

এই টেস্টকে সামনে রেখে শান মাসুদকে অধিয়ান্যক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। যেখানে দেখা গিয়েছে বেশ বড়সড় চমক। একবছরের বেশি সময় দলের বাইরে থাকার পর এবার দলে ফিরেছেন নুমান আলী। এছাড়াও স্কোয়াডে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল।

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে অক্টোবরের ৭ তারিখ মাঠে গড়াবে প্রথম ম্যাচ। পরের দুটি টেস্ট যথাক্রমে ১৫ ও ২৪ অক্টোবর।

১ম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান স্কোয়াডঃ

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, মীর হামজা, মুহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, নুমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি।