Lead

বঙ্গবন্ধু সেতুতে সাড়ে ৩ ঘণ্টা টোল আদায় বন্ধ, তীব্র যানজট

টাঙ্গাইলে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে প্রায় সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। এই সময়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়। এরপর সকাল ৮টার দিকে টোল আদায় শুরু হলে আবারও যান চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রবিবার (১৮ ডিসেম্বর) ভোর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে উভয় পাড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে কোনও দুর্ঘটনা ঘটেনি।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ‘ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এতে সেতুতে দুর্ঘটনা এড়াতে সেতুতে প্রায় সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। বর্তমানে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় টোল আদায় শুরু হয়েছে।’

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল ৮টার পর টোল আদায় শুরু হয়েছে। এরপর পরিবহন চলাচল শুরু হয়।