Lead

বন্ধ হলো সিলেট রেলওয়ে স্টেশন

সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে বিভাগটির ৮০ শতাংশ এলাকায় পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে বন্যার পানি ঢুকে পড়ায় সিলেট রেলস্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে চলবে ট্রেন।

শনিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম। তিনি জানান, রেলস্টেশনের মূল প্লাটফর্মে পানি প্রবেশ করায় এই স্টেশনে কোন ট্রেন প্রবেশ করছে না।

এর আগে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে দুপুর ১২টার দিকে সিলেট ও সুনামগঞ্জের সব কটি বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে দুই জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্যায় ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও থৈ থৈ পানিতে পুরো জনপদ। পানিবন্দি লাখ লাখ মানুষকে উদ্ধারে প্রশাসনের সঙ্গে মাঠে নেমেছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরাও।

অপর দিকে বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করা হয়েছে।