শিক্ষা-সংস্কৃতি

কারিগরি-মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ ৯ হাজার ৭২৭ কোটি টাকা

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ২০২২-২০২৩ অর্থবছরে ৯ হাজার ৭২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২১-২০২২ অর্থবছরে ছিল ৯ হাজার ১৫৩ কোটি টাকা। এ বছর বরাদ্দ বেড়েছে ৫৫৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এই প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের জনমিতিক মুনাফাকে কাজে লাগাতে সরকার মানসম্মত কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় গুরুত্বারোপ করছে। কারিগরি শিক্ষায় ভর্তির হার ১২ বছর আগে ১ শতাংশের কম ছিল, তা বর্তমানে ১৭ দশমিক ২৫ শতাংশে উন্নীত হয়েছে। ২০২২ শিক্ষাবর্ষে জানুয়ারি মাস পর্যন্ত ১৩৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে ষষ্ঠ হতে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রি-ভোকেশনাল কোর্সে ২৬ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে এবং নবম শ্রেণিতে ২০ হাজার ৬১৩ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। করোনা অতিমারির বর্তমান পরিস্থিতি এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ‘ব্লেন্ডেড শিক্ষা বিষয়ক মহাপরিকল্পনা’ প্রণয়ন বিষয়ক জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা হয়েছে। এর মাধ্যমে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষককে ই-কোর্স তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের মূল টেকনোলজি এবং মূল টেকনোলজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইমার্জিং টেকনোলজিগুলোয় অধ্যয়নরত শিক্ষার্থীদের সরকারি চাকরিপ্রাপ্তি বিষয়ক সমস্যার সমাধান এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় টেকনোলজিগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। ডুয়েল সার্টিফিকেশন কার্যক্রম চালু হয়েছে।’