স্পটলাইট

শিল্প কারখানায় দিনে ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশ

রোজার মাসে ঘাটতি সামলাতে এবার শিল্প কারখানায় দিনে চার ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। পেট্রোবাংলা সোমবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মঙ্গলবার থেকে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা শিল্প কারখানায় গ্যাস ব্যবহার বন্ধ রাখতে হবে। এই নিয়ম কার্যকর থাকবে ১৫ দিন।

শিল্প শ্রেণির সব গ্রাহককে প্রতিদিন ওই সময় গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়ে বিতরণ কোম্পানিগুলোকেও বিষয়টি তদারকি করতে বলেছে পেট্রোবাংলা।

রোজার মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এর আগে বিকাল ৫টা থেকে রাত ১১টা, অর্থাৎ প্রতিদিন ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। ঈদ-উল-ফিতর পর্যন্ত ওই নির্দেশনা বলাবৎ থাকবে।