শিক্ষা-সংস্কৃতি

স্কুল-কলেজ খোলা রাখার সময় ৬ দিন কমলো

রমজানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খেলো রাখার সময় ৬ দিন কমিয়ে আনা হয়েছে। আগে ঘোষণা করা হয়, ২৬ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে ক্লাস চলবে। তবে ৬ দিন কমিয়ে ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকাকালে প্রত্যেক শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে বলে জানান তিনি।

সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বৈঠকের বিষয়ে বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব প্রতিষ্ঠান আগামী ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। শুধু রমজান মাসে প্রত্যেক শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।’

এর আগে শিখন ঘাটতি মেটাতে ২৬ রমজান পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তবে শিক্ষার্থীদের পবিত্র রমজান ও আসন্ন ঈদ বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সময় কমিয়ে আনা হলো।