শিক্ষা-সংস্কৃতি

৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত দাবি পূরণের আশ্বাস

২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দেওয়াসহ তিন দফা দাবিতে মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সাবেক ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের আশ্বাস পেয়ে বিকাল ৪টায় আন্দোলন স্থগিত করেন তারা।

মঙ্গলবার সকালে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং যাত্রীরা পড়েন দুর্ভোগে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সাবেক ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে মিটিং করে পরে আলোচনা হবে বলে আশ্বস্ত করেন। এই আশ্বাসে তারা বিকাল ৪টায় অবরোধ ছেড়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।