শিক্ষা-সংস্কৃতি

৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত সাত কলেজের শিক্ষার্থীদের

৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত করেছে  সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পরীক্ষার খাতা পুনর্বিবেচনা করাসহ তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

পরে দুপুরে ঢাকা কলেজের শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসের পর একটার দিকে তারা  ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে  অবরোধ স্থগিত করেন।

তিন দফা দাবি হলো- পরীক্ষার খাতা পুনির্ববেচনা করে নতুন রেজাল্ট দেওয়া, দর্শন বিভাগের ১০০ নম্বরের পরীক্ষার ৮০ নম্বর লিখিত ও ২০ নম্বর ইনকোর্স থেকে রাখা এবং প্রতিবছরের রেজাল্ট বিপর্যয়ের স্থায়ী সমাধান করা।

আন্দোলনরত কবি নজরুল সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, ‘৪ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টায় নেওয়া হয়েছে। কিন্তু ওইভাবে বিবেচনা করা হয়নি। আমাদের কলেজে বাংলা বিভাগে ১৯০ জন পরীক্ষার্থী থেকে পাস করেছে মাত্র ৪ জন। আবার অনেক পরীক্ষায় অংশগ্রহণ করার পরও রেজাল্টের পর অনুপস্থিত এসেছে। প্রশাসন আমাদের কোনও দাবিই মানছে না। তাই আজকে অবরোধ করেছি।’

আন্দোলনকারীরা জানান,  তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে যৌক্তিক সমাধান না হলে আমরা আবারও কঠোর আন্দোলনে যাবো