শিক্ষা-সংস্কৃতি

শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত রাখার তথ্য পাঠানোর নির্দেশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে দৈনিক ভিত্তিতে গুগল ফর্মের মাধ্যমে তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে ।

বুধবার (১২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী (পরিচালক, প্রশাসন ও কলেজ) এই নির্দেশনা দিয়েছেন।

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে জারি করা গাইডলাইন, নির্দেশনাপত্র এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে মনিটরিং করার লক্ষ্যে একটি মনিটরিং চেকলিস্ট প্রস্তুত করা হয়েছিল। কোভিড-১৯ সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায় মনিটরিং চেকলিস্টের তথ্যগুলো গুগল ফর্মের মাধ্যমে পত্র জারির পর থেকে প্রতিদিন বেলা ৫টার মধ্যে পাঠাতে হবে। গুগল ফর্মে তথ্য httpss://tinyurl.com/dshe-school-reopen এর মাধ্যমে পাঠাতে হবে।

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) জরুরিভাবে তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়।

অফিস আদেশে পরিচালক (কলেজ প্রশাসন, মাধ্যমিক), আঞ্চলিক পরিচালক, মাধ্যমিকের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।