অন্যান্য

অন্যকে দিয়ে গাড়ি চালানোয় দক্ষিণ সিটির ৯ চালক বরখাস্ত

নিজের নামে বরাদ্দ করা গাড়ি করপোরেশনের চালক নন এমন ব্যক্তিকে দিয়ে অবৈধভাবে চালানোয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারী গাড়ির সাতজন এবং হালকা গাড়ির দুই জন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়াও ডিএসসিসি কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

করপোরেশনের পরিবহন বিভাগের ভারী গাড়ি চালকদের মধ্যে মো. কাওছার আলী, মো. বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন, মো. কবির হোসেন, মো. রবিউল আলম এবং হালকা গাড়ির চালকদের মধ্যে মো. আজিম উদ্দিন ও মো. নুর জালাল শিকদারের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ৯টি আলাদা দফতরের আদেশে চালকদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।