Leadসব সংবাদ

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ৫২ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও মরদেহ পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।

শুক্রবার (৯ জুলাই) তিনি বিষয়টি জানিয়েছেন।

রাসেল শিকদার বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনায় উদ্ধার হওয়া ৫২ জনের লাশ পাওয়া গেছে ভবনটি ১ থেকে ৪ তলার মধ্যে। ওই ভবনের ৫ ও ৬ তলার অভিযান এখনও শেষ হয়নি। সেখানে আরও মরদেহ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ওই কারখানা ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।কারখানাটির ভেতরে বিভিন্ন রাসায়নিকসহ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।

এর আগে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন ৫০ জনের লাশ উদ্ধারের তথ্য দিয়েছিলেন। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সেখানে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।