সব সংবাদস্পটলাইট

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

‘জাতীয় জরুরি সেবা-৯৯৯’ নম্বরে এক কলারের ফোনকলে সাত বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে কুমিল্লার নাঙ্গলকোট থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম বেলাল হোসেন (২৬)

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৫ এপ্রিল) রাত নয়টায় ৯৯৯ নম্বরে একজন কলার ফোনকলে জানান, কুমিল্লার নাঙ্গলকোট থানাধীন বকশীগঞ্জ ইউনিয়নের শুভপুরে সাতবছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করেছে এক মাদ্রাসাশিক্ষক।

কলার আরও জানান, এতে অসুস্থ হয়ে পড়া মাদ্রাসাছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। এলাকার লোকজন উত্তেজিত হয়ে সন্দেহভাজন মাদ্রাসাশিক্ষককে আটকে রেখেছে। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে নাঙ্গলকোট থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পরে নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টর (উপপরিদর্শক) আতিক ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন এবং ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ একটি মামলা করা হয়েছে।