সব সংবাদস্পটলাইট

প্রস্থানে আলী যাকের: মুক্তিযুদ্ধ জাদুঘরে বিউগলের সুর আর ফুলেল শ্রদ্ধা

বিউগলের করুণ সুর আর ফুলেল শ্রদ্ধায় মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে শেষ বিদায় জানানো হলো নাট্যজন আলী যাকেরকে।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হয় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। সেখানে পুলিশের এক চৌকস দল গার্ড অব অনার দেন এই শিল্পী ও মুক্তিযোদ্ধাকে।
এরপর শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ফুলেল শ্রদ্ধা।
মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে বেলা একটার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় আলী যাকেরের কর্মস্থল এশিয়াটিক-এ। সেখান থেকে নিয়ে যাওয়ার কথা রয়েছে বনানী কবরস্থানে।
বাদ আসর জানাজা শেষে উক্ত গোরস্থানেই চির নিদ্রায় শায়িত হবেন বরেণ্য এই সাংস্কৃতিকর্মী।
আজ (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে করোনা যুদ্ধে হেরে গেলেন বহুমাত্রিক এই অভিনেতা ও মুক্তিযোদ্ধা।