Leadসব সংবাদ

ফেরদৌস ওয়াহিদের দুই ভাতিজির মালিকানার দলিলাদি দাখিলের নির্দেশ

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের দুই ভাতিজিকে তাদের বাবা মোস্তফা জগলুল ওয়াহিদের গুলশান ২ এর ৯৫ নম্বর সড়কের বাসার মালিকানা সংক্রান্ত দলিলাদি দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের বাড়িতে প্রবেশের সুযোগ দিতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ৯ নভেম্বর পর্যন্ত ওই দুই বোনকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুই বোনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। দুই মেয়ের সৎ মা আঞ্জু কাপুরের পক্ষে শুনানিতে ছিলেন মাসউদ আর সোবহান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাতিজিদের তাদের বাবা মোস্তফা জগলুল ওয়াহিদের গুলশান ২ এর ৯৫ নম্বর সড়কের বাসায় অনতিবিলম্বে প্রবেশ নিশ্চিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ বাস্তবায়ন করে বাড়িটিতে পুলিশি নিরাপত্তা জোড়দার করতে বলা হয়েছিল। কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এসব আদেশ দেন।

আদালত তার আদেশে বলেন, দুই মেয়েকে রাতেই ওই বাড়িতে প্রবেশ ও অবস্থান নিশ্চিতের পর রাতেই গুলশান থানার ওসিকে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসারকে টেলিফোনে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেন। এছাড়াও ওই বাসায় দুই বোনের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। পাশাপাশি গুলশান থানার ওসিসহ দুই মেয়ে এবং ওই বাড়িতে থাকা আঞ্জু কাপুরকে হাইকোর্টে হাজির হতে বলা হয়।

সেই আদেশের ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ নভেম্বর) গুলশান থানার ওসিসহ দুই মেয়ে এবং আঞ্জু কাপুর হাইকোর্টে হাজির হন। পরে আদালত তাদেরকে পুনরায় ৯ নভেম্বর হাজিরের নির্দেশ দেন।