সব সংবাদস্পটলাইট

ভিসা জালিয়াতি, এনএসআই ও র‌্যাবের অভিযানে আটক ১০

ভিসা জালিয়াতির মাধ্যমে কানাডা ও জাপানে পাঠানোর নামে প্রতারণা করে আসছিলো একটি চক্র। রাজধানীর মিরপুর-১০ গোল চত্বরের কাছে শাহআলী প্লাজায় `ভিসা গাইড সেন্টার’ নামের প্রতিষ্ঠানটি কানাডা ও জাপানে নেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছিলো ও প্রতারকের দল।

প্রতিষ্ঠানটি পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, নোটারি পাবলিক সহ বিভিন্ন সিল ও স্বাক্ষর জালিয়াতি করে সাধারন জনগনের নিকট থেকে তাদের কাগজপত্র সত্যায়িত করে টাকা হাতিয়ে আসছে বলেও অভিযোগ পায় গোয়েন্দা সংস্থা।

এসব তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের নগর অভ্যন্তরীণ অপারেশন উইং দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিকে নজরদারি করে আসছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার এনএসআইয়ের নগর অভ্যন্তরীণ অপারেশন উইং ও র‌্যাব-৩ এর একটি যৌথ টিম অভিযান চালায়। অভিযানে জাল-জালিয়াতির বিভিন্ন কাগজপত্র সহ চেয়ারম্যান,এমডিসহ ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।