স্পটলাইট

টিকা একমাত্র সমাধান নয়, প্রতিরোধের ব্যবস্থাও করতে হবে’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, আমরা যতদূর জেনেছি, এই টিকাগুলো যে শতভাগ সুরক্ষা দেবে, সেটা নিশ্চিত না। এটা ৫০ -৭০ শতাংশ পর্যন্ত নিরাপত্তা দিতে পারে। তাহলে বাকি ৩০ শতাংশের কী হবে? কাজেই আমাদের প্রতিরোধের ব্যবস্থার পাশপাশি টিকার ব্যবস্থাও রাখতে হবে। টিকা একমাত্র সমাধান নয়। সমাধান হচ্ছে প্রতিরোধে, যেটা আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও প্রস্তুতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, ‘এখনও পর্যন্ত করোনার যে অবস্থা , গতিবিধির সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। আমরা যা কিছু করছি তা হচ্ছে— আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা একটি ধারণা করছি যে, হয়তো শীতে আরেকটি ঢেউ আসতে পারে। স্বাস্থ্য অধিদফতর প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যমন্ত্রী যে পরামর্শ দিয়ে যাচ্ছেন, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে যাচ্ছি। এর মধ্যে আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমরা আমলে নিয়ে প্রস্তুতি গ্রহণের জন্য কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দেশে করোনার বর্তমান যে আক্রান্তের হার আর মৃত্যুর হার যতটুকু করতে পেরেছি, সেটি কিন্তু এমনি এমনি হয়নি। এখানে সবার অবদান আছে। তাতে বলা যায়, আমরা মোটামুটি একটি ভালো পর্যায়ে আছি। প্রধানমন্ত্রী আমাদের কাজ দেখে প্রশংসা করেছেন , তাতে আমরা অনুপ্রাণিত।’