শিক্ষা-সংস্কৃতিসব সংবাদ

পরীক্ষিত বন্ধুকে হারালো বাংলাদেশ

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। সোমবার (৩১ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এ প্রেস বিজ্ঞপ্তিতে শোক ও শ্রদ্ধা জানানো হয়। 

শোক বার্তায় শিক্ষা বলেন, ‘পরীক্ষিত বন্ধু ও সুহৃদকে হারালো বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের কথা বাঙালি  জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সঙ্গে স্মরণ করবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রণব মুখার্জি বঙ্গবন্ধু পরিবারের অকৃত্রিম বন্ধু ছিলেন। বঙ্গবন্ধুর হত্যার পর শেখ হাসিনা-শেখ রেহানা দিশেহারা, অন্যদেশে আশ্রয় মেলেনি। এই সময়ে প্রণব মুখার্জি তাদের আগলে রেখেছিলেন। দুই বোনকে প্রাণে বাঁচাতে পাহারার ভূমিকায় ছিলেন তিনি। বঙ্গবন্ধুর দুই কন্যাকে প্রণব মুখার্জি আগলে রেখেছিলেন।’

মন্ত্রী প্রয়াত প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।