Leadশিক্ষা-সংস্কৃতিসব সংবাদ

কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা হচ্ছে না

এ বছর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এ তথ্য জানায়।

এর আগে কেন্দ্রীয়ভাবে পিইসি পরীক্ষা না নিয়ে স্ব স্ব বিদ্যালয়ে বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর ওই প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘২০২০ সালের প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা না করার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। অতএব আমরা পরীক্ষা নিচ্ছি না। আমরা এ বছর স্কুলে বার্ষিক পরীক্ষাগুলো নেবো, যদি স্কুল খোলা যায়।

স্কুল খোলা না গেলে কী করা হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নানা রকম পরিকল্পনা হাতে নিয়েছি। ভবিষ্যত প্রজন্মকে আমরা ধ্বংস হতে দেবো না, এ জন্য আমরা বদ্ধ পরিকর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা পিইসি প্রস্তাবের সার সংক্ষেপ পাঠিয়েছিলাম; তাতে সম্মতি পাওয়া গেছে।  এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে এখন তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।  দীর্ঘ ছুটির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত রয়েছে।