Leadঅন্যান্যসব সংবাদ

৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন

স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে বর্ধিত ভাড়ায় গণপরিবহন চালু করেছিল সরকার। সেই একই ভাড়ায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে গণপরিবহন। বুধবার (১৯ আগস্ট) বিকালে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে গণপরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মাদ মজুমদার।

তিনি বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সরকারের যে সিদ্ধান্ত রয়েছে সে অনুযায়ী গণপরিবহনসহ সবকিছু পরিচালিত হবে।

তিনি বলেন, আজকের বৈঠকে মালিকরা জানিয়েছেন তারাও পূর্বের ভাড়ায় চলে যেতে আগ্রহী। সেক্ষেত্রে কীভাবে পরিবহন ব্যবস্থাপনা হবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। আজকের বৈঠকের বিষয়গুলো আমরা মন্ত্রণালয়কে অবহিত করবো। সেখান থেকে মন্ত্রিপরিষদে পাঠানো হবে। মোটকথা, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত যেভাবে গণপরিবহন চলছে সেভাবেই চলবে।