শিক্ষা-সংস্কৃতিসব সংবাদ

বুটেক্সে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগের আদেশ স্থগিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্সে) পরীক্ষা নিয়ন্ত্রকের পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার তিন দিনের মাথায় আদেশ স্থগিত করা হয়েছে। শিক্ষক সমিতির একাংশের চাপের মুখে স্থগিত করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন ছাড়া অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার অভিযোগের পর পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেয় বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ। ২৮ নভেম্বর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল হককে পরীক্ষা নিয়ন্ত্রকের চলতি দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়। বুটেক্সের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মনিরুল ইসলাস আদেশে সাক্ষর করেন। এরপর শিক্ষক সমিতির একাংশ এ বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে চাপ দেয়। রবিবারের (১ ডিসেম্বর) একটি আদেশে অনিবার্য কারণে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া আদেশটি স্থগিত করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

আদেশে বলা হয়, ২৮ নভেম্বরের আদেশটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালে কলেজে থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলেও গত আট বছরেও পরীক্ষা নিয়ন্ত্রকের পদ শূন্য। উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের পদোন্নতি পাওনা হলেও দীর্ঘদিন তার পদোন্নতি হয়নি।