শিক্ষা-সংস্কৃতিসব সংবাদ

মাদ্রাসার ১০০ গজের মধ্যে তামাকজাত পণ্যের বিক্রি ও বিজ্ঞাপন নিষিদ্ধ

ঢাকা জার্নাল: দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠনের ১০০ গজের মধ্যে মাদকদ্রব্য বিক্রি ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বা প্রদর্শনী নিষিদ্ধ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাদ্রাসা শিক্ষা অধিদফতর এ নিষেধাজ্ঞা জারি করেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত গত সোমবারের (৪ নভেম্বর) আদেশে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন দেশের সব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিখ্ষার্থীদের স্বাস্থ্য সচেতনা বাড়াতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও আগামী প্রজন্মকে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে অবহিত করা আবশ্যক।

ওই নির্দেশনার আলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এরুপ নির্দেশনা দিলো অধিদফতর।