Leadসব সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে পোপের শ্রদ্ধা নিবেদন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টার দিকে স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। তারপর এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে পোপ ফ্রান্সিস স্মৃতিসৌধের আঙিনায় নাগেশ্বর চাপা গাছের একটি চারা রোপণ করেন। এছাড়া স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।
বিকাল সাড়ে ৪টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। তার সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক ও স্থানীয় সংসদ সদস্যরা ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ক্যাথলিক বিশপের আমন্ত্রণে সম্প্রীতি ও শান্তির বাণী নিয়ে তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন পোপ ফ্রান্সিস। এদিন বিকাল ৩টায় মিয়ানমার থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে অভ্যর্থনা জানান।
বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গে একান্ত আলোচনায় বসবেন পোপ।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মিলিত হবেন পোপ। এদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভ্যাটিকান দূতাবাসে সাক্ষাতের পর আর্চবিশপ হাউসে তিনি আন্তঃধর্মীয় নেতা ও রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করবেন।

আগামী ২ ডিসেম্বর সকালে মাদার তেরেসা হাউস সফরসহ খ্রিস্টধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন পোপ ফ্রান্সিস। বিকালে নটরডেম কলেজে যুব সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

ঢাকা জার্নাল, নভেম্বর ৩০, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.