সব সংবাদ

নিজস্ব ব্যবস্থাপনায় স্মার্টকার্ড ছাপাবে ইসি

ঢাকা জার্নাল:এখন থেকে নিজস্ব ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড তৈরি করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বৃহস্পতিবার (১০ আগস্ট) এ তথ্য জানান।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ফ্রান্সের ওভারথুর কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। আমরা নিজেরাই জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড তৈরি করব। আশা করছি আগামী বছর জুনের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী সব কার্ড ছাপিয়ে বিতরণ করতে পারব।’

উল্লেখ্য, দেশের নয় কোটি জাতীয় পরিচয়পত্রের কার্ড ছাপানোর জন্য ২০১৫ সালের শুরুতে ফ্রান্সের ওভারথুর কোম্পানির সঙ্গে ইসির চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, গত বছর জুন মাসের মধ্যে সব কার্ড ছাপানোর কথা ছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। তাই ইসি আরও এক বছর সময় বাড়িয়ে এ বছরের জুন পর্যন্ত সময় দিয়েছিল ওই কোম্পানিতে। কিন্তু এ সময়ের মধ্যেও ফ্রান্সের কোম্পানিটি কাঙ্খিত কার্ড ছাপাতে ব্যর্থ হয়। পরে নতুন করে আবারও মেয়াদ বৃদ্ধির জনন্য একাধিক বৈঠক হলেও দুই পক্ষের সমঝোতা না হওয়ায় তা ভেস্তে যায়।

ওভারথুর কোম্পানির মেয়াদ আর বৃদ্ধি না করার বিষয়টি বৃহস্পতিবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

জানা গেছে, গত ২৩ জুলাই থেকে ওভারথুর মাধ্যমে কার্ড ছাপানো বন্ধ করেছে ইসি। তবে তারপর থেকে নিজস্ব ব্যবস্থাপনায় সীমিত আকারে কার্ড ছাপানো চলছে।

ঢাকা জার্নাল, আগষ্ট ১০, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.