ঢাকাসব সংবাদ

মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

ঢাকা জার্নাল:লক্ষ্মীপুরের কমলনগরে মা খায়রুন নেছাকে হত্যার দায়ে ছেলে হারুন অর রশিদকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ জুলাই) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।
লক্ষ্মীপুর জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল কালাম এ তথ্য জানান।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ জুলাই রাতে কমলনগর উপজেলার চরমার্টিন এলাকায় পারিবারিক কলহের জের ধরে মা খায়রুন নেছাকে কুপিয়ে হত্যা করে তার ছেলে হারুন অর রশিদ। পরে মায়ের লাশ টয়লেটের মধ্যে গুম করে রাখে সে।
বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী হারুনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে মিনারা বেগম বাদী হয়ে ঘটনার পর দিন ১৮ জুলাই রামগতি থানায় তার ভাই হারুনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। একই বছরে ২৯ সেপ্টেম্বর হারুনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে তার ফাঁসির আদেশ দেন।

ঢাকা জার্নাল, জুলাই ১১, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.