ঢাকাসব সংবাদ

ঘরের ভেতরে ট্রাক, ঘুমন্ত শিশু নিহত

ঢাকা জার্নাল:বগুড়ার নন্দীগ্রামে ঘরের ভেতর ঢুকে পড়া আম বোঝাই ট্রাক চাপায় ঘুমন্ত এক শিশু নিহত হয়েছে। তার নাম রিতা খাতুন (১১)।এ সময় অল্পের জন্য শিশুটির মা-বাবা বেঁচে যান। রবিবার (৯ জুলাই) রাত দুটার দিকে উপজেলার গুন্দইল সড়কপাড়া এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কের পাশে বস্তিঘরে এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে। নিহত রিতা স্থানীয় হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

হাইওয়ে পুলিশের কুন্দাহার ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল নন্দী বলেন, ‘নন্দীগ্রাম পৌরসভার গুন্দইল সড়কপাড়া এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কের পাশে রাজু খন্দকারসহ বেশ কয়েকজন বেড়ার ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছেন। নিহত রিতা রাজুর মেয়ে। রবিবার রাত দুটার দিকে একটি আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাজুর ঘরে ঢুকে পড়ে। এতে ট্রাকের ধাক্কায় ঘুমন্ত রিতা ঘটনাস্থলেই মারা যায়। অল্পের জন্য তার বাবা রাজু ও মা সনেকা বেগম রক্ষা পান।’

নন্দীগ্রাম থানার এসআই খোকন চন্দ্র ভৌমিক বলেন, ‘ট্রাকটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে নন্দীগ্রাম থানায় একটি মামলা হয়েছে।’

ঢাকা জার্নাল, জুলাই ১০, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.