Leadসব সংবাদ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

ঢাকা জার্নাল : আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মেডলার অ্যাপারেলস লিমিটেড কারখানায় আগুন লেগেছে। শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আশুলিয়ার বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (বিইপিজেড) ফায়ার স্টেশন অফিসার আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল হামিদ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। এছাড়া সাভার, টঙ্গি ও কালিয়াকৈর এলাকা থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট যাচ্ছে।’

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে আশুলিয়ার মেডলার অ্যাপারেলস করাখানার দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ছয়টি তলায়। খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার, ধামরাই, টঙ্গি ও উত্তরা ফায়ার সার্ভিসের আরও ১০টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। তবে রাত ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে আগুন লাগার পরপরই কারখানার ভেতর থেকে বের হতে গিয়ে ২০ জন শ্রমিক আহত হয়।

জানা গেছে, কারখানায় চার হাজার পাঁচশ’ শ্রমিক কাজ করেন। তবে রাতে কারখানাটিতে নির্ধারিত কর্মঘণ্টার পর কতজন শ্রমিক ওভারটাইম করতে গিয়ে আটকা পড়েছে, তা জানা যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক সানা সামিনুর রহমান বলেন, ‘কারখানার আশপাশের অন্যান্য পোশাক কারখানা ছুটি ঘোষণা করে হয়েছে। আব্দুলাহপুর বাইপাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিট যাতে দ্রুত পৌঁছাতে পারে সেজন্য ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ওই সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।’

এদিকে, আগুন লাগার পরপরই আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের পাশে সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মেডলার অ্যাপারেলসের সামনে শিল্প পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি।’ কারখানাটির ভেতরে দ্বিতীয় তলায় ফোম জাতীয় কাপড় থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

ঢাকা জার্নাল, জুলাই ৮, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.