Leadসংবাদ শিরোনামসব সংবাদ

নার্সদের আমরণ অনশনে অসুস্থ ১৯

nurs 2ঢাকা জার্নাল : নার্সদের আমরণ অনশনের দ্বিতীয় দিনে ১৯ জন অসুস্থ হয়ে‌ পড়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা খারাপ হওয়ায় ঢাকা মে‌ডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। বাকিদের অনশনস্থলে স্যালাইন দিয়ে চি‌কিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে তিনজন অসুস্থ হলে তাদের দ্রুত ঢামেক হাসপাতালে ভ‌র্তি করা হয়।

nars 1বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) সভাপ‌তি রাজীব কুমার বিশ্বাস বাংলা‌নিউজকে বলেন, এক মাসের বেশি সময় ধরে তারা অবস্থান করছেন। আর কতো দিন না খেয়ে থাকবেন। যাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে তাদের অবস্থা পরে কি হবে বলতে পার‌ছি না।

ঢামেকে চি‌কিৎসাধীনরা হলেন- নাস‌রিন আক্তার, মিনারা আক্তার ও পারভীর আক্তার।

Narsঅনশনস্থলে যাদের স্যালাইন দেওয়া হয়েছে তারা হলেন- পটুয়াখালী না‌র্সিং কলে‌জ থেকে পাস করা প্র‌তিভা, বগুড়ার লি‌পি, সিরাজগঞ্জের ফেরদৌসী, জুলেখা, কু‌ষ্টিয়ার মরিয়ম, লুৎফুন্নেসা, পাবনার শি‌রিন, টাঙ্গাইলের রুনা, সালমা আক্তার, ঢামেকের রানু, সিলেটের শার‌মিন, যশোরের না‌র্গিস, শেরপুরের বে‌বি, ব‌রিশালের ইতি আক্তার, রো‌জিনা ও তাস‌কিনা।

ঢাকা জার্নাল, এপ্রিল ২৯, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.