খেলাসংবাদ শিরোনামসব সংবাদ

র‌্যাংকিংয়ে মুস্তাফিজ-সাব্বিরের উন্নতি

Mustafizঢাকা জার্নাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে করে দেশে ফিরে এসেছে বাংলাদেশ। মূলপর্বে ভক্তদের আশা পূরণ করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন বেশকজন টাইগার ক্রিকেটার। তাদের মধ্যে দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমান এবং হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান অন্যতম।

আইসিসির সর্বশেষ ঘোষিত র‌্যাংকিংয়ে টি-টোয়েন্টিতে দুই খেলোয়াড়ের লক্ষণীয় উন্নতি হয়েছে। ব্যাটসম্যানদের তালিকায় সাব্বিরের উন্নতি ঘটেছে ৪ ধাপ। বর্তমানে তালিকার ১৬তম স্থানে থাকা সাব্বির এই মুহূর্তে বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের অন্য কেহই আইসিসির সেরা ২৫ ব্যাটসম্যানের তালিকায় নেই। তবে শীর্ষস্থানটি দখলে নিয়েছেন ভারতের বিরাট কোহলি। শীর্ষে থাকা অ্যারোন ফিঞ্চ নেমে গেছেন দ্বিতীয় স্থানে।

দেশসেরা পেসার মুস্তাফিজের উন্নতি ঘটেছে ৮ ধাপ। বর্তমানে তালিকার ১৯তম স্থানে রয়েছেন এই কাটার মাস্টার। টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা স্থানটি রয়েছে সাকিব আল হাসানের দখলে। যদিও ৫ ধাপ অবনতির কারণে বোলার সাকিবকে নেমে আসতে হয়েছে ১৩তম স্থানে। ১৭তম স্থানে থাকা বাংলাদেশের পেসার আল-আমিন হোসেনের অবনতি ঘটেছে ৩ ধাপ। বোলারদের তালিকায় ১ নম্বর স্থানে রয়েছেন ওয়স্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রি।

দলীয় র‌্যাংকিংয়ে ৭৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে বাংলাদেশ। সুপার টেনে এক ম্যাচে জয় পাওয়া আফগানিস্তান যথারীতি ৯ নম্বরে আছে। আর শীর্ষ দুটি স্থানে আছে ভারত ও নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় আগের সেরা স্থান দুটি অপরিবর্তিতই রয়েছে। ৩৭৩ র‌্যাটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার সদ্য বিদায়ী শেন ওয়াটসন। ৩৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

ঢাকা জার্নাল, মার্চ ২৯, ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.