আন্তর্জাতিকসব সংবাদ

সোমবার ঢাকায় আসছেন ভুটানের রানী

bhutan_ঢাকা জার্নাল: সোমবার (১৪ মার্চ) সকালে ঢাকায় আসছেন ভুটানের রানী তিসেরিং পেম ওয়াংচুক। তার সঙ্গী হিসেবে অাছেন দেশটির রাজকন্যা চিমি ইয়াংজোম ওয়াংচুক, ইউথ ডেভেলপমেন্ট ফান্ডের (উয়াইডিএফ) ভাইস প্রেসিডেন্টসহ উয়াইডিএফ’র আরো পাঁচ সদস্য।

এ  সফরকে কেন্দ্র করে রোববার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি অান্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউথ ডেভেলপমেন্ট ফান্ড ভুটানের একটি সেচ্ছাসেবী সংগঠন। ভুটানের বিভিন্ন যুব উন্নয়ন প্রকল্পে ব্যবস্থাপনা ও সহায়তা দিয়ে থাকে এটি। এ সংগঠনের প্রেসিডেন্ট রানী তিসেরিং পেম ওয়াংচুক।

জানা যায়, বাংলাদেশ সফরের সময় রানী বঙ্গবন্ধু জাদুঘরে যাবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তিনি। সেই সঙ্গে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে প্রকল্প পরিদর্শনে যাবেন। এ সফরেই তিনি বেক্সিমকো ইন্ডাসট্রিয়াল পার্কে টেক্সটাইল, গার্মেন্টস ও সিরামিকের কারখানাগুলো ঘুরে দেখবেন।

এছাড়া জাতীয় জাদুঘরসহ অন্যান্য আকর্ষনীয় স্থানও দর্শন করবেন ভুটানের রানী। বাংলাদেশ সফর শেষ করে আগামী ১৮ই মার্চ তিনি ভুটান ফিরে যাবেন।

ঢাকা জার্নাল,১৪ মার্চ, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.