ঢাকাসব সংবাদ

ঘূর্ণিঝড়ে ধামরাইয়ে নিহত ১, আহত ১০

Dhamraiঢাকা জার্নাল: ধামরাইয়ে ঘুর্ণিঝড়ে গাছের ডালে চাপা পড়ে আহম্মদ আলী (৫০) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (০৬ মার্চ) সন্ধ্যার দিকে ঘুর্ণিঝড় শুরু হওয়ার পরই ধামরাইয়ের মঙ্গলবাড়ি বাসস্ট্যান্ডের চায়ের দোকানের ওপর একটি বড় গাছের ডাল ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চা বিক্রেতা আহম্মদ আলীর। এসময় আরও একজন গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

এছাড়া, বিভিন্ন স্থানে আরো ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড়ে ধামরাইয়ের বিভিন্ন গ্রামে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভুট্টার। ধাইরা গ্রামের কৃষক আব্দুল কাদের, চৌহাট গ্রামের আব্দুল গফুর, গাংগুটিয়ার হাবিবুর রহমান জানান, ঝড়ে তাদের সাত বিঘা জমির সবজি ও ভুট্টা নষ্ট হয়ে গেছে।

এদিকে, সাভার ও আশুলিয়ায়ও ঝড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এ দুই এলাকায়ও ঘরবাড়িসহ বিভিন্ন সবজির ক্ষেত নষ্ট হয়েছে।

ঢাকা জার্নাল, মার্চ ০৬, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.