ঢাকাসব সংবাদ

গাজীপুরের মেয়র এমএ মান্নান জামিনে মুক্ত

mannan gazipurঢাকা জার্নাল : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র অধ্যাপক এমএ মান্নান জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (০২ মার্চ) সকালে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে জামিনে মুক্তি পান তিনি।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, মঙ্গলবার রাতে কারাগারে এমএ মান্নানের জামিনের কাগজপত্র এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে বুধবার সকালে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

এর আগে ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা-জয়দেবপুর সড়কের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি যাত্রীবাহী বাসে বোমা নিক্ষেপ ও শিশুসহ ৫ যাত্রী দগ্ধ হওয়ার ঘটনায় এমএ মান্নানসহ ৩৯ জনকে আসামি করে একটি মামলা করে পুলিশ।

এছাড়া তার বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর বারিধারার ৬ নম্বর রোডের বাসভবন থেকে এমএ মান্নানকে গ্রেফতার করে পুলিশ।

এসব মামলায় ‍অভিযুক্ত হওয়ায় সিটি করপোরেশনের মেয়র পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

ঢাকা জার্নাল, মার্চ ০২, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.