সংবাদ শিরোনামসব সংবাদ

গৌরীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০

01ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে  দুই নারীসহ মোট চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার শিবপুর পশ্চিমপাড়া(ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন) নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ভৈরবগামী যাত্রীবাহী ‘শ্যামল ছায়া’ পরিবহনের (ঢাকা মেট্রো ব-০২-১৯৩) একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ডান পাশের অংশ দুমড়ে-মুচড়ে খুলে যায় এবং ভিতরের আসনগুলো ভেঙ্গে ছিটকে বেরিয়ে আসে।  প্রত্যক্ষদর্শী ফখরুদ্দিন জানান,  বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে চালক লাফিয়ে পড়ে বাস থেকে পালিয়ে যায়। তখন বাসটি সড়কে চালকবিহীন অবস্থায় চলতে থাকে। এভাবে বাসটি কয়েক শ গজ যাওয়ার পরে আশেপাশের লোকজন হইহুল্লুর ও চিৎকার চেচামেচি করে গাছের গুড়ি ও অন্যান্য প্রতিবন্ধক দিয়ে বাসটি থামাতে সক্ষম হয়। পরে এলাকার লোকজন বাসের ভিতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে নিকটস্থ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে গৌরীপুর উপজেলার মুকুলীয়া গ্রামের ফজলুল হকের স্ত্রী ফাতেমা (২২) ও অজ্ঞাতপরিচয় এক নারী(৪০) মারা যান। এ ছাড়াও আহতদের মধ্যে মো. শরিফ মিয়া(২২) ও ঈশ্বরগঞ্জের সরাতি গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফরিদ মিয়া(৩৫) কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান তারা।  তিনি আরো জানান, এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ নারী পুরুষ আহত হন। তাদের মধ্যে রুবেল মিয়া (৩৩), স্বপন মিয়া (৩৬), তানিয়া বেগম (২২), আজিজুর রহমান (৪৫), আবদুর রাজ্জাক (৫০), তাহের মিয়া (৪৮), আবদুল আজিজ (৩২), সোহেল মিয়া (২৫) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ হাসাপাতালে রেফার্ড করা হয়। এ ব্যাপারে গৌরীপুর থানার ওসি মো. আখতার মোর্শেদ জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। চালকরা পালিয়ে গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.