শীর্ষ সংবাদসংবাদ শিরোনামসব সংবাদ

‘দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশ নেবে বিএনপি’

012স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা আওয়ামী লীগ সরকারের অশুভ উদ্দেশ্য রয়েছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এরপরও ইউনিয়ন পরিষদসহ যেখানে নির্বাচনের প্রতিযোগিতার সুযোগ থাকবে সেখানেই বিএনপি অংশ নেবে। আজ বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরতলির হোটেল নাজ গার্ডেনে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপিসহ জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ্ঞাবহ দুদককে দিয়ে তারেক রহমানকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এতে দেশের মানুষের কোনো সম্মতি ছিল না। এরপরও তারা ক্ষমতা আঁকড়ে আছে। সরকার পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করছে। একইভাবে দুদককেও নিয়ন্ত্রণে নিয়েছে সরকার। তিনি আরও বলেন, মিথ্যা মামলায় প্রতিদিন নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এর মধ্যেই দল পুনর্গঠনের কাজ চলছে। শিগগিরই জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। সামনে অবশ্যই নতুন কর্মসূচি আসবে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েও দল পুনর্গঠিত হচ্ছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, উপদেষ্টা মোহাম্মদ শোকরানা, সহ-সভাপতি খাজা ইফতেখার, আবদুর রহমান, আলী আজগর তালুকদার হেনা, জানে আলম খোকা, আহসানুল তৈয়ব জাকির, তাহাউদ্দিন নাইন, অ্যাডভোকেট নাজমুল হুদা পাপন, অ্যাডভোকেট রাফী পান্না, আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.