আন্তর্জাতিকসংবাদ শিরোনামসব সংবাদ

নাইজেরিয়ার গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

1দক্ষিণ নাইজেরিয়ার একটি শিল্পাঞ্চলের এক গ্যাস প্ল্যান্টে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, আনাম্ব্রা প্রদেশের নিউয়ি শহরের এক গ্যাস প্ল্যান্টে একটি ট্রাক থেকে রান্নার গ্যাস সরবরাহ করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

কিছু সংবাদমাধ্যম বলছে ৩৫ জন নিহত হয়েছে, আবার বেশ কিছু গণমাধ্যম ১০০ জন নিহত হবার খবর দিচ্ছে।

ভ্যানগার্ড নামের একটি পত্রিকা বলছে, যেসব মানুষ তাদের সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করতে এসেছিল তারা আগুন পুড়ে গেছে, কারখানার শ্রমিকসহ অনেক পথচারীও বিস্ফোরণে নিহত হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পত্রিকাটি বলছে, সরবরাহের সময় গ্যাস ঠান্ডা করার যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি। বিবিসির একজন সংবাদদাতা আবু বকর জানাচ্ছেন, বিস্ফোরণের ঘটনাটি কেন ঘটেছে তা এখনও পরিস্কার নয়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনী এবং ওই এলাকার বাসিন্দাদের চেষ্টায় কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ওই এলাকার আশেপাশের বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে বলে জানাচ্ছেন সংবাদদাতারা।

তবে স্থানীয় পুলিশ এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত জানাতে পারেনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.