শীর্ষ সংবাদসব সংবাদ

পাকিস্তানপ্রেমী খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে

 

Khaleda Pakiবিশেষ প্রতিনিধি, ঢাকা জার্নাল: মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে খালেদা জিয়ার দেয়া বক্তব্যের নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনরা। এই বক্তব্যকে ইতিহাস বিকৃতি বলে আখ্যায়িত করে খালেদা জিয়াকে ক্ষমা চাইতে বলেন তারা।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তিযুদ্ধের ইতিহাসবিরোধী পাকিস্তানপ্রেমী বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং এ ধরনের বক্তব্যের জন্য দেশ ও জাতির নিকট বিএনপির ক্ষমা প্রার্থনার দাবি করছি।

গত সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।’

খালেদা জিয়ার এ বক্তব্যের প্রতিবাদে বিচারপতি গোলাম রাব্বানী বলেন, এই প্রশ্নের জবাব খালেদা জিয়ার কাছেই রয়েছে। কীভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস শেষ করতে জিয়াউর রহমানের এজেন্ডা বাস্তবায়ন করেছেন খালেদা।

তিনি বলেন, এই বক্তব্য দিয়ে খালেদা জিয়া আবারও প্রমাণ করলেন তিনি পাকিস্তানপ্রেমী। অধ্যাপক মুনতাসীর মামুন, এ পর্যন্ত খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের পক্ষে অবস্থান নেননি। তিনি যুদ্ধাপরাধীদের দোসর হিসেবে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন, তাকে এসব বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।

ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, যখন পাকিস্তান যুদ্ধাপরাধীদের বিচারের সমালোচনা করে একাত্তরের গণহত্যা অস্বীকার করছে, ঠিক তখন বিএনপি প্রধান খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সরকারি ও স্বীকৃত পরিসংখ্যান অস্বীকার করে আবারও প্রমাণ করেছেন একাত্তরে তিনি যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর অনুগত ছিলেন, এখনও সেই অবস্থানে অটল রয়েছেন।

ঢাকা জার্নাল, ডিসেম্বর ২৩, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.