বিনোদনসব সংবাদ

এশিয়ায় শীর্ষ নারী সেলিব্রেটি দীপিকা ও প্রিয়াঙ্কা

06সেলিব্রেটিদের মধ্যে কে কতো বেশি জনপ্রিয় তার একটা মাপকাঠি সামাজিক যোগাযোগের গণমাধ্যমে অনুসরণকারীর সংখ্যায়। সেই হিসেবে টুইটারে এশিয়ায় জনপ্রিয়তায় শীর্ষ দুই নারী সেলিব্রেটি দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।

টুইটারে ফলোয়ারের বিচারে এশিয়ার প্রথমেই রয়েছেন ইন্দোনেশিয়ান শিল্পী অ্যাগনেজ মো। এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে দুই বলিউড সুন্দরী দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া। কোয়ান্টিকোয় অভিনয়ের মাধ্যমে প্রিয়াঙ্কা এখন সবচেয়ে চর্চিত ভারতীয় অভিনেত্রীদের একজন। আর দীপিকা! তিনি যে ছবিতেই অভিনয় করেন, যে কোনও ধরণের চরিত্রেই তিনি সফল।

প্রথম স্থানে থাকা অ্যাগনেজ মো ইন্দোনেশিয়ার একজন গায়িকা-অভিনেত্রী। টুইটারে ফলোয়ারের বিচারে হলিউড অভিনেত্রীদের এখনও টেক্কা না দেওয়া গেলেও বলিউড একেবারেই পিছিয়ে নেই। টুইটারে মোস্ট ফলোড এশিয়ান ওম্যান-এর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দীপিকা পাডুকোনের ফলোয়ারের সংখ্যা ১২.৫ মিলিয়ন। তৃতীয় স্থানে থাকা প্রিয়াঙ্কার ফলোয়ারের সংখ্যা ১২ মিলিয়ন।এনডিটিভি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.