শিক্ষা-সংস্কৃতিসংবাদ শিরোনামসব সংবাদ

ছাত্রীকে হয়রানির দায়ে দুই ঢাবি ছাত্রকে পুলিশে সোপর্দ

14ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের এক ছাত্রীকে বিভিন্ন সময়ে নানাভাবে লাঞ্ছিত করার দায়ে দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক দুজন হচ্ছেন আশরাফ ও আসাদ। দুইজনই ঢাবির ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, আশরাফ বিভিন্ন সময়ে ওই ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠাতো। আর আসাদ ওই ছাত্রীকে কয়েক দফায় হুমকি দিয়েছিলেন। গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতে রোববার দুপুরে তাদের আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী   বলেন, একজন ছাত্রীকে লাঞ্ছিত করা হয়েছে- এমন অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করে প্রাথমিকভাবে তাদের থানায় দেয়া হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হতে পারে।

এরমধ্যে আশরাফকে একবছরের জন্যে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.