সংবাদ শিরোনামসব সংবাদ

সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে হত্যার হুমকি

11রাজশাহী: এরবার রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও তার নেতাকর্মীদের হত্যার হুমকি দিয়েছে।

শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে তার মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।
হুমকি দেওয়া ওই বার্তায় ফজলে হোসেন বাদশা ও তার দলের কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়।
এ ঘটনায় রাকিন আবসার অর্ণব নামের ছাত্রমৈত্রীর এক কর্মী মহানগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অর্ণব  জানান, শনিবার বেলা ১টা ৩১ মিনিটে মোবাইল ফোনে ০১৭২৩-৮০৯০৭১ নম্বর থেকে ম্যাসেজ পাঠানো হয়। তাতে বলা হয়, ‘বাদশা গ্যাং বি প্রিপার্ড।’

এদিকে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বাংলানিউজকে জানান, এমন বার্তা তার ও ওয়ার্কার্স পার্টির কর্মীদের জন্য হুমকি স্বরূপ।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, হুমকির ঘটনায়  জিডি হয়েছে। বিষয়টি গুরুত্বে সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে গত ৩০ নভেম্বর আনসার আল ইসলাম তাদের প্যাডে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ রাজশাহীর আট বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি দেওয়া হয়।

এর মধ্যে হুমকিপ্রাপ্তরা হলেন- দেশের বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হায়াত ও রাজশাহীর স্থানীয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী।
এ ঘটনায় থানায় আলাদাভাবে সাধারণ ডায়েরি হলেও পুলিশ এ বিষয়ে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি।
ডিসেম্বর ০৫, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.