সংবাদ শিরোনামসব সংবাদ

চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিলে ব্যবস্থা

02কোনো ব্যাংক যদি চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ফি হিসেবে টাকা-পয়সা নেয়, তাহলে সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ব্যাংকিং মেলায় ব্যাংকার-গ্রাহক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে, কোনো ব্যাংক আপ্লিক্যান্টদের (আবেদনকারী) কাছ থেকে টাকা-পয়সা নিতে পারবে না। যদি কোনো ব্যাংক এখনো টাকা নিয়ে থাকে, তাহলে নামসহ অভিযোগ করলে জড়িত ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তদবিরে কেউ ঢুকতে পারবেন না। মেধাবীরা যাতে পরীক্ষা দিয়ে ব্যাংকে চাকরি নিতে পারেন তা নিশ্চিত করবে বাংলাদেশ ব্যাংক। তদবিরে ব্যাংকে ঢুকবেন-এ কালচার থেকে বেরিয়ে আসতে হবে।

অতিরিক্ত চার্জ প্রসঙ্গে গভর্নর বলেন, ব্যাংকের প্রতিটি ব্রাঞ্চে চার্জসহ গ্রাহকের প্রাপ্য বিষয়গুলো টাঙিয়ে দেওয়া হয়। বিষয়টি ব্যাংকপ্রধানদের নিশ্চিত করতে হবে। গ্রাহকদের ভোগান্তি কমাতে চার্জসহ বিভিন্ন সেবা ফেসবুক, ওয়েবসাইট অথবা অ্যাপসের মাধ্যমে জানিয়ে দিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অনুরোধ করেন তিনি।

ব্যাংকিং খাতে অনিয়ম আগের চেয়ে কমেছে জানিয়ে ড. আতিউর বলেন, তদারকির কারণে অনিয়ম আগের চেয়ে অনেক কমে এসেছে। তবে সম্পূর্ণ আসেনি। এ ধারা অব্যাহত থাকলে ব্যাংকিং খাতে আরো বেশি শৃঙ্খলা ফিরে আসবে। তিনি জানান, এডিবির সহায়তায় ১০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চাকরি পাবেন তাঁরা। তৈরি হবেন নতুন উদ্যোক্তাও।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, আবু হেনা রাজী হাসান ও ১৩টি বেসরকারি ব্যাংকের প্রধানরা উপস্থিত ছিলেন।

ব্যাংকিং মেলা শেষ হচ্ছে আজ : এদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘ব্যাংকিং মেলা’ শেষ হচ্ছে আজ। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো এ ধরনের মেলার আয়োজন করে কেন্দ্রীয় ব্যাংক। গত মঙ্গলবার মেলার উদ্বোধন করেছিলেন গভর্নর ড. আতিউর রহমান।

মেলায় কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দেশি-বিদেশি ৫৬টি ব্যাংক, ছয়টি আর্থিক প্রতিষ্ঠান ও সাতটি আর্থিক সেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দেশের ব্যাংকগুলোর ঋণ ও আমানত স্কিমসহ বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন গ্রাহকরা। ব্যাংক খাতের নানা বিষয় নিয়ে সেমিনারে কথা বলেছেন ব্যাংক কর্মকর্তা ও আর্থিক খাতের বিশ্লেষকরা।

আজ বিকেল ৫টায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি থাকবেন গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী। এ ছাড়া দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক, উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.